করোনাকালেও অটুট কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আরাধনা

দেবীসজ্জায় ডাকেরই অগ্রাধিকার। বৃহৎ মূর্তি। অপূর্ব দুটি চোখে মাতৃশক্তির অপূর্ব প্রকাশ।

Nov 23, 2020, 15:10 PM IST

দেবীসজ্জায় ডাকেরই অগ্রাধিকার। বৃহৎ মূর্তি। অপূর্ব দুটি চোখে মাতৃশক্তির অপূর্ব প্রকাশ।

1/5

রাজবাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী এখন সকলের। প্রতিটি পুজোই আলাদা। কৃষ্ণনগরের বারোয়ারি জগদ্ধাত্রী পুজোও খুব বর্ণিল। রাজবাড়ির ঐতিহ্যকে সম্মান করেও বলা যায় ইদানীং কালের বেশ কিছু বারোয়ারি পুজো নিজস্বতায় নজর কাড়ে। 

2/5

দুর্গার মতো জগদ্ধাত্রী পুজোতেও এসেছে থিমের ছোঁয়া। মায়ের হাতে মানবসন্তান। গ্লোব। মায়ের সজ্জায় নতুনত্ব। বনেদিয়ানার চেয়ে অনেকটা সরে এসে অনেক ট্রেন্ডি।

3/5

সাবেক ঢঙের, সাবেক 'লুকে'র প্রতিমা। সজ্জার মধ্যেও আছে পুরনো দিনের মাধুর্য। 

4/5

চালচিত্র চোখ টানে। চালচিত্রে একটা সবুজ আভা।  মায়ের মুখে আধুনিক প্রতিমাকলার ছাপ। 

5/5

দুর্গামন্দিরের মতো চাতালে পুজো। ডাকের সাজ। বৃহৎ সিংহ। সব মিলিয়ে পুজোর গ্র্যাঞ্জারটাই আলাদা।