Jalpaiguri: দিনভর চলবে টহল, জলপাইগুড়িতে মহিলাদের নিরাপত্তায় নামছে পুলিসের বিশেষ বাহিনী
Apr 17, 2022, 18:56 PM IST
1/6
বাছাই করা মহিলা পুলিসকর্মীদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ছে জলপাইগুড়ি জেলা পুলিস। জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকায় মহিলাদের ওপর অত্যাচার, অপরাধ ও ইভটিজিং রুখতেই এই মহিলা পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে।
2/6
ওই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।
photos
TRENDING NOW
3/6
জলপাইগুড়ি জেলা পুলিস সুপার দেবর্ষি দত্তের তত্ত্বাবধানে তৈরি এই বিশেষ বাহিনীতে ৩০ জন মহিলা পুলিসকর্মী রয়েছেন।
4/6
শহরের বিভিন্ন প্রান্তে দিনভর স্কুটি নিয়ে টহলদারি করতে দেখা যাবে এই মহিলা পুলিসকর্মীদের।
5/6
জলপাইগুড়ি জেলা পুলিস সুপার দেবর্ষি দত্ত বলেন, জলপাইগুড়িতে মহিলাদের ওপর বিভিন্ন রকমের অত্যাচার, অপরাধ ও ইভটিজিং রুখতেই মূলত এই মহিলা পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। শহরে টহলদারি করার জন্য তাদের স্কুটি দেওয়া হচ্ছে।
6/6
আপাতত শহরেই এই পরিষেবা শুরু করা হচ্ছে। পরে জেলার অন্য়ান্য জায়গাতেও তাদের মেতায়েন করা হবে।