Ram Mandir Ayodhya: রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা রামলালার, বাংলায় দুরন্ত গতিতে ঘুরছে কুমোরের চাকা...

Ram Mandir Ayodhya | Jalpaiguri: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ‌ জ্বালানোর‌ আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই অনুরোধ শুনেছেন দেশবাসী। তারই চিহ্ন দেখা গেল জলপাইগুড়ি জুড়ে।

| Jan 10, 2024, 16:59 PM IST

প্রদ্যুৎ দাস: এ যেন অকাল দীপাবলি! হ্যাঁ, তেমনই আয়োজনের আহ্বান। আহ্বান স্বয়ং প্রধানমন্ত্রীর। আগামী ২২ জানুয়ারি সম্ভবত দেশ জুড়ে অকাল দীপাবলির আবহাওয়া তৈরি হতে চলেছে। কেননা, ওইদিন রামমন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার লগ্ন। সেদিন দেশবাসীকে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, ঘরে প্রদীপ জ্বালান। মানুষ গ্রহণ করেছেন সেই প্রস্তাব। শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতিও।

1/7

মোদীর আহ্বান

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ‌ জ্বালানোর‌ আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

2/7

দিনপনেরো আগেই

দিনপনেরো আগে থেকেই তার প্রভাব দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন কুমোরপাড়ায়‌।

3/7

মেজাজে কুমোরপাড়া

রীতিমতো উৎসবের মেজাজে কুমোরপাড়ার‌ ঘরে ঘরে প্রদীপ‌ তৈরির‌ কাজ করছেন মৃৎশিল্পীরা।

4/7

দিনরাত পরিশ্রম

জলপাইগুড়ির বিভিন্ন এলাকার কুমোরপাড়ার‌ বাসিন্দারা এখন দিনরাত পরিশ্রম করে প্রদীপ তৈরিতে মেতেছেন।

5/7

প্রদীপ জ্বলবে

মৃৎশিল্পীরা বলছেন, শোনা যাচ্ছে, আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের সন্ধ্যায় প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বলবে। সেই প্রদীপের জোগান দিতে গেলে অসংখ্য প্রদীপ দরকার। তাই চাহিদা অনুযায়ী প্রদীপ বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা।

6/7

প্রদীপ তৈরির ব্যস্ততা‌

জলপাইগুড়ি জেলার বাহাদুর, অরবিন্দ গ্রাম‌ পঞ্চায়েতের পাশাপাশি মোহিতনগর‌, রাহুলবাগান, পালপাড়া-- সর্বত্র‌ই‌‌ প্রদীপ তৈরির এই ব্যস্ততা‌। ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি, পালপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা‌ও তুঙ্গে। 

7/7

আলোকিত

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে প্রতিদিন কয়েক হাজার মাটির প্রদীপ তৈরি করছেন কুমোরপাড়ার‌ মৃৎশিল্পীরা।