নতুন ইতিহাস! বিশ্বের প্রথম বোলার হিসাবে এমন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অ্যান্ডারসন

Dec 26, 2019, 16:43 PM IST
1/5

অ্যান্ডারসনের ১৫০

অ্যান্ডারসনের ১৫০

এমন রেকর্ড তিনি গড়লেন যা আর আগে বিশ্বের কোনও বোলারের নেই। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন লিখলেন নতুন ইতিহাস। 

2/5

অ্যান্ডারসনের ১৫০

অ্যান্ডারসনের ১৫০

বিশ্বের প্রথম বোলার হিসাবে খেলে ফেললেন ১৫০টি টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই এমন রেকর্ড গড়লেন অ্যান্ডারসন।

3/5

অ্যান্ডারসনের ১৫০

অ্যান্ডারসনের ১৫০

ম্যাচের প্রথম দিন সেঞ্চুরিয়নে অ্যান্ডারসনের হাতে স্পেশাল ক্যাপ তুলে দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন। 

4/5

অ্যান্ডারসনের ১৫০

অ্যান্ডারসনের ১৫০

২০০৩ সালে ২০ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। এর ৫৭৫টি উইকেট শিকার করেছেন তিনি। 

5/5

অ্যান্ডারসনের ১৫০

অ্যান্ডারসনের ১৫০

এর আগে বোলার হিসাবে সর্বাধিক টেস্ট খেলার রেকর্ড ছিল শেন ওয়ার্নের। তিনি ১৪৫টি টেস্ট খেলেছিলেন। এই তালিকায় তিনে রয়েছেন অ্যান্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। তিনি খেলেছেন ১৩৫টি টেস্ট।