Japan Earthquake Tsunami: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ ভূমিকম্পে জাপানে সুনামি! 'সূর্যোদয়ের দেশে' বাড়ছে মৃত...

Japan Earthquake Tsunami: প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় জাপান বরাবরই ভূমিকম্পপ্রবণ দেশ। ভূতাত্বিক প্লেট এখানে সবসময়ই অস্থির।

Jan 02, 2024, 11:55 AM IST
1/7

'সূর্যোদয়ের দেশে' সুনামি...

Japan Earthquake Tsunami

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনেই জাপানে ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পের পরই জাপানের উপকূলে আছড়ে পড়ে সুনামি।   

2/7

'সূর্যোদয়ের দেশে' সুনামি...

Japan Earthquake Tsunami

ভূমিকম্প ও সুনামিতে জাপানে কমপক্ষে মৃত ৩০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।  

3/7

'সূর্যোদয়ের দেশে' সুনামি...

Japan Earthquake Tsunami

নতুন বছরের প্রথম দিনেই জাপানে আঘাত হানে ৭.৬ মাত্রার ভূমিকম্প। জাপানের রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার দূরে নোটো এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল।  

4/7

'সূর্যোদয়ের দেশে' সুনামি...

Japan Earthquake Tsunami

ভূমিকম্পের পরই জাপানে সুনামির সতর্কতা জারি করা হয়। প্রথম সুনামির ঢেউ আছড়ে পড়ে জাপানের টোয়ামা শহরে।  

5/7

'সূর্যোদয়ের দেশে' সুনামি...

Japan Earthquake Tsunami

১-৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পাড়তে বলে সতর্কতা জারি করা হয়। প্রসঙ্গত, গত সোমবার থেকে এখনও পর্যন্ত জাপানমে মোট ১৫৫ বার ভূকম্পন হয়েছে।   

6/7

'সূর্যোদয়ের দেশে' সুনামি...

Japan Earthquake Tsunami

ওদিকে ভূমিকম্পের জেরে জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত জল ছড়িয়ে পড়েছে।  

7/7

'সূর্যোদয়ের দেশে' সুনামি...

Japan Earthquake Tsunami

তবে তা বিদ্যুৎকেন্দ্রের ভিতরেই রয়েছে। তা থেকে বিপদের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।