আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার, খেলবেন ঝুলন গোস্বামীর দলে

| Apr 27, 2019, 12:05 PM IST
1/5

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

তিনটি দল। সব মিলিয়ে ম্যাচ চারটে। আইপিএল না বলে মিনি আইপিএল বলা চলে। ৬ মে প্রথম ম্যাচ। আর এবার মহিলাদের এই মিনি আইপিএলে সুযোগ পেলেন জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া আখতার।

2/5

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

তিনটি দলে খেলবে মোট ৩৯ জন ক্রিকেটার। সুপারনোভাস, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি- এই তিনটি দল খেলবে একে অপরের বিরুদ্ধে। 

3/5

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

জেসিয়া কাশ্মীরের সোপিয়ান অঞ্চলের মেয়ে। ট্রেইলব্লেজার্স টিমে খেলবেন তিনি। এই দলের ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা। বাংলার পেসার ঝুলন গোস্বামী রয়েছেন এই দলে।

4/5

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

২ মে জয়পুরে দলে যোগ দেবেন জেসিয়া। গতকালই এক নির্বাচক তাঁকে ফোন করে আইপিএলে সুযোগ পাওয়ার কথা জানিয়েছিলেন।

5/5

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

আইপিএলে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার জেসিয়া

কাশ্মীরের মেয়ে হলেও জেসিয়া ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে খেলেন। দু'বার জাতীয় দলের শিবিরেও ছিলেন তিনি।