ICC World Cup 2019: ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে জরিমানা হল দুই ইংরেজ ক্রিকেটার ও পাক অধিনায়ক সরফরাজের

| Jun 05, 2019, 16:36 PM IST
1/5

1

ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আইসিসি-র আচরণবিধি ভাঙার জন্য শাস্তি হল ইংল্যান্ডের দুই ক্রিকেটারের।

2/5

2

মাঠের মধ্যে খারাপ শব্দ ব্যবহারের জন্য ইংল্যান্ড ওপেনার জেসন রয় আইসিসি-র কোড অফ কন্ডাক্টের ২.৩ ধারায় দোষী সাব্যস্ত হন৷ ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে জেসন রয়ের। একই সঙ্গে তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

3/5

3

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার দোষী সাব্যস্ত হয়েছেন আইসিসি-র কোড অফ কন্ডাক্টের ২.৮ ধারায়৷ তাঁরও ম্যাচ ফি-এর ১৫ শতাংশ জরিমানা হয়েছে৷ একটি ওয়াইড বলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন আর্চার৷ তাঁরও ডিসিপ্লিনারি রেকর্ডেও  একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।  

4/5

4

পাকিস্তান ইংল্যান্ডকে হারালেও স্লো ওবার রেটের জন্য পাক অধিনায়ক সরফরাজ আহমেদের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা হয়েছে।

5/5

5

স্লো ওভার রেটের জন্য শাস্তির আওতায় পড়েছে পাকিস্তান দলের বাকি ক্রিকেটাররাও৷ প্রত্যেকের ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছে৷