1/5
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সোমবার থেকে শুরু হল ৫৪ তম গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া(IFFI)। চলবে ২৮ নভেম্বর অবধি। শুরু থেকেই সারা বিশ্বের নজর কাড়ছে এই অনুষ্ঠান। শুরুর দিন থেকেই তারকা খচিত ছিল IFFI। গোয়ার শ্যামা প্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিল্ম IFFI ২০২৩ সংস্করণ শুরু হয়।
2/5
এবার IFFI-তে বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে মাধুরী দিক্ষিত-কে। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে IFFI-তে যোগ দিতে চলেছেন টলিউড অভিনেত্রী জয়া আহসানও (Jaya Ahsan)। সেই খবর সোশ্য়াল মিডিয়াতে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। খুশির বদলে তাঁর পোস্টে দুঃখের ছাপই বেশি। প্যলেস্তাইনের মানুষদের অসহয়তা নিয়েই এবার সোশ্য়াল মিডিয়ায় লম্বা পোস্ট অভিনেত্রীর।
photos
TRENDING NOW
3/5
সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘ফিলিস্তিনের ছবি দেখছি অন লাইনে,খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর। আক্রমণ চলছে হাসপাতালেও। একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ। এ পর্যন্ত ১১ হাজার হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শিশু মারা গেছে ৪ হাজারের বেশি। এসব দেখেশুনে মনটা ভেঙে যায়। আবার মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি।‘
4/5
পোস্টে আরও লেখেন অভিনেত্রী, ‘নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কারের অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ–অপরাধও লাগে। আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি।তাদের অসহায়তা দেখে গলাটা বুজে আসে।‘ View this post on Instagram A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)
5/5
সোমবার ইফি অনুষ্ঠানে মাধুরী তাঁর সিনেমার বিভিন্ন বিখ্যাত গানে পারফর্ম করেন। এইদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শাহিদ কাপুর, শ্রিয়া শরণ এবং নুসরত ভারুচা-সহ অন্যান্য তারকারাও। সানি দেওল, করণ জোহর, শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল, সুখবিন্দর সিং-সহ বলিউডের একাধিক সেলেব্রিটিকেও দেখতে পাওয়া গেছে অনুষ্ঠানে। তবে সব মিলিয়ে খবরে আলোরণ ফেলেছে জয়া আহসান এবং মাধুরী দিক্ষীতের খবরই।
photos