যিশু ও গৌরব-দেবলীনা বাণীচক্র আর্ট স্কুলে তৈরি করলেন 'সেফ হোম'

May 19, 2021, 14:15 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বাণীচক্র আর্ট স্কুলে তৈরি হল সেফ হোম। রাসবিহারীর বিধায়ক দেবাশিষ কুমার, অভিনেতা যিশু সেনগুপ্ত, গৌরব-দেবলীনা কুমারের উদ্যোগেই এই ব্যবস্থাপনা। 

2/5

এই সেফ হোম শীতাতপ নিয়ন্ত্রিত। থাকছে ২৫ টি বেড, অক্সিজেন সাপোর্ট, প্রয়োজনীয় ওষুধ। 

3/5

৫ টি বেড আলাদা করে রাখা হয়েছে। যাঁদের উপসর্গ প্রকট, কিন্তু রিপোর্ট এসো পৌংছয়নি। তাঁদের চিকিৎসা হবে সেই বেডে। 

4/5

 এই সেফ হোমে থাকছে ২৪ ঘণ্টার জন্য থাকছে ডাক্তার ও নার্স

5/5

বাকি ২০টি বেডে  Covid আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে। খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। যা একেবারে বিনামূল্যে। এই সেফ হোমের সম্পূর্ণ খরচের দায়িত্ব নিয়েছেন, দেবলিনা-গৌরব ও যিশু সেনগুপ্ত।  এছাড়াও কিছু  স্বেচ্ছাসেবকদের পাশে পেয়েছেন বলে জানিয়েছেন যিশু সেনগুপ্ত।