ICC World Cup 2019: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অজি পেসার জেই রিচার্ডসন, পরিবর্তে দলে কেন

| May 08, 2019, 16:42 PM IST
1/4

1

বিশ্বকাপ খেলতে বিলেত যাওয়া হল না। চোটের কারণে শেষ পর্যন্ত ছিটকে গেলেন অজি পেসার জেই রিচার্ডসন।

2/4

2

পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে কাঁধের চোট পেয়েছিলেন। সেই চোট সেরে না ওঠায় বিশ্বকাপে যাওয়া হচ্ছে না তরুণ এই পেসারের।  

3/4

3

জেই রিচার্ডসন ছিটকে যাওয়ায় কেন রিচার্ডসনের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ খুলে গেল।

4/4

4

অস্ট্রেলিয়ার হয়ে এখনও ২০টি ওডিআই ম্যাচে ২৯টি উইকেট নিয়েছেন ডান হাতি পেসার কেন রিচার্ডসন।