নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা Jio-র, ৩ মাসের রিচার্জের দাম একধাক্কায় বাড়ল ১৫৬ টাকা

Dec 04, 2019, 22:47 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন: ভোডাফোন ও এয়ারটেলের পথে হেঁটে মাসুল বাড়ানোর ঘোষণা করেছে জিও। এবার নতুন রিচার্জ প্রকল্প ঘোষণা করল মুকেশ অম্বানির সংস্থা। বর্তমানে তিন মাসে ৩৯৯ টাকার রিচার্জের সুবিধা পেতে এবার থেকে দিতে হবে ৫৫৫ টাকা।       

2/9

প্রতিটি প্রকল্পেই জিও থেকে জিও ফ্রি। তবে অন্য নেটওয়ার্কের জন্য পাওয়া যাবে নির্দিষ্ট মিনিট। ৪০ শতাংশ মাসুল বৃদ্ধি করেছে Jio। তবে সংস্থার দাবি, আগের চেয়ে ৩০০ শতাংশ বেশি সুবিধা মিলবে।

3/9

প্রতিদিন ১.৫ জিবি ডেটা

১৯৯ টাকা- প্রতিদিন ১.৫ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট, বৈধতা ১ মাস। ৩৯৯ টাকা-  প্রতিদিন ১.৫ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট, বৈধতা ২ মাস। ৫৫৫ টাকা- প্রতিদিন ১.৫ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট, বৈধতা ৩ মাস।  ২১৯৯ টাকা- প্রতিদিন ১.৫ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ১২,০০০ মিনিট, বৈধতা ১২ মাস। 

4/9

২৮ দিন বৈধতার প্রকল্প

১৯৯ টাকায়  প্রতিদিন ১.৫ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। ২৪৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। ৩৪৯ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। 

5/9

৫৬ দিন বৈধতার প্রকল্প

৩৯৯ টাকায়  প্রতিদিন ১.৫ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট। ৪৪৪ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট।   

6/9

৮৪ দিন বৈধতার প্রকল্প

৫৫৫ টাকায়  প্রতিদিন ১.৫ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট।  ৫৪৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট।     

7/9

৩৬৫ দিন বৈধতার প্রকল্প

২১৯৯ টাকা- প্রতিদিন ১.৫ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ১২,০০০ মিনিট, বৈধতা ১২ মাস। 

8/9

সাধ ও সাধ্যের মধ্যে

১২৯ টাকায় ২ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিন। ৩২৯ টাকায় ৬ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট। বৈধতা ৮৪ দিন। ১২৯৯ টাকায় ২৪ জিবি ডেটা, অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট।  বৈধতা ৩৬৫ দিন। 

9/9

৬ ডিসেম্বর থেকে চালু হবে নতুন রিচার্জ প্রকল্পগুলি।