Kali Puja 2023: একশো দিনের কাজের টাকা-কাজ দাও মা, শুভেন্দুগড়ে হঠাত্কালীর মণ্ডপ তৈরি করলেন শ্রমিকরা
1/5
2/5
শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে এমন থিম বেছে নিয়েছে প্রখ্যাত হঠাৎকালী মায়ের ভক্তরা। কাঁথি আউটডোর মোড়ে এবার শ্যামাপুজোর থিম ‘ নির্মাণ’। ১০০ দিনের প্রকল্পের শ্রমিকরা এখানে হঠাৎ কালী মায়ের মন্দির নির্মাণ করছেন। সেই সঙ্গে কালীমায়ের কাছে প্রার্থনা করছেন , খুব শীঘ্রই যেন তাদের আটকে থাকা প্রকল্পের টাকা চলে আসে। সবসময় যেন কাজ জোটে। -তথ্য ও ছবি-কিরণ মান্না
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
ভক্তদের বিশ্বাস মা এখানে খুব জাগ্রত। তাই যে যা মানত করেন, তাদের মনস্কামনা পূরণ হয়। প্রতি বছর পুজোর পরের দিন, ভক্তদের এখানে বসিয়ে অন্য ভোগ খাওয়ানো হয়। এখানকার পুজোর অন্যতম কর্মকর্তা প্রণব মিশ্র বলেন, মায়ের পুজোয় যাতে কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য এখানে পুজোর দিনগুলিতে কোনোরকম সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয় না। কোনরকম চাঁদা তোলা হয় না। ভক্তদের প্রণামী দিয়েই মায়ের প্রতিবছর পুজো হয়।” এবার ব্যতিক্রমী থিম ও মন্ডপ শয্যার জন্য এখানকার হঠাৎ কালী মায়ের পুজো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এই পুজো মন্ডপের উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। -তথ্য ও ছবি-কিরণ মান্না
photos