ঐতিহাসিক সংখ্যা নিয়ে এগিয়ে জো বাইডেন, ভাঙল ওবামার রেকর্ড

Nov 05, 2020, 13:56 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ঐতিহাসিক সংখ্যা নিয়ে এগিয়ে জো বাইডেন। বিগত মার্কিন ইতিহাসে এত বড় সংখ্যার ফারাকে জয় দেখেনি কোনও প্রেসিডেন্ট প্রার্থী। ইতিমধ্যে, ওবামার প্রাপ্ত ভোটের রেকর্ড ভাঙল জো বাইডেন। তবে এখনও নিশ্চিত ভাবে বলা যায় না। চলছে গণনা। হোয়াইট হাউজের সিংহাসন কার দখলে? এই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।   

2/6

এখনও পর্যন্ত পাওয়া গণনার ফলাফল থেকে জানা যাচ্ছে, ৭০.৭ মিলিয়ন অর্থাৎ ৭ কোটি ৭ লাখের বেশি ভোট পেয়েছে বাইডেন। ন্যাশনাল পাবলিক রেডিওর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই সংখ্যাই নতুন করে রেকর্ড তৈরি করেছে। 

3/6

২০০৮ সালে ওবামা যে সংখ্যক ভোট পেয়েছিল তা হল ৬৯,৪৯৮,৫১৬। সময় এটাই ছিল সর্বোচ্চ। সেই রেকর্ড কে ভেঙে দিল জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের ঘরে এখন ২৭ লাখ ভোট।

4/6

সর্বশেষ ফলাফলের জন্য সবার চোখ এখন ব্যাটেল গ্রাউন্ড রাজ্য গুলোর দিকে।   

5/6

ইতিমধ্যে জো বাইডেন জানিয়েছেন, তাদের মুকুটে জয়ের পালক লাগতে বোধ হয় বেশি সময় নেই। জয় তাদের হতে পারে বলে আশা রাখছেন। এখনই নিশ্চিত ভাবে জয় ঘোষণা করেননি তিনি। 

6/6

এখনও পর্যন্ত পাওয়া গণনার ফলাফল বলছে, জো বাইডেন ২৬৪ , ট্রাম্প ২১৪