'মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে, বিজেপিকে একটা সুযোগ দিন' আর্জি শাহের

Nov 05, 2020, 13:15 PM IST
1/7

দু-দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। সফরসূচির প্রথমেই বাঁকুড়া শহর লাগোয়া পুয়াবাগানে বিরসা মুন্ডার মুর্তিতে মালা দেন তিনি। এরপর রবীন্দ্রভবনে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক। 

2/7

এদিন সভায় অমিত শাহ বলেন, "প্রতি বছর গরীবদের জন্য মোদীজি ৬ হাজার টাকা দেন। এটা পৌঁছে দিতে দিন। স্বাস্থ্য বিমার সুবিধা, শৌচালয়ের সুবিধা পৌঁছতে দিন। বাংলায় বিজেপি কার্যকর্তাদের উপর দমননীতি চালাচ্ছে মমতা সরকার। আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি মমতা সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। আগামী দিনে এখানে দুই তৃতীয়াংশ আসন নিয়ে বিজেপি সরকার গড়বে।" 

3/7

এদিন বিরসা মুন্ডার মুর্তিতে মালা দিয়ে মমতার সরকারকে একহাত নিলেন শাহ। তাঁর কথায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না মমতার সরকার।     

4/7

তাঁর আরও মন্তব্য, "পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চায়। বাংলার মানুষকে আবেদন করছি, দেশের সুরক্ষার সঙ্গে বাংলার সুরক্ষা জড়িত। দেশের সুরক্ষাকে নিশ্চিত করতে বাংলার কৃষকদের রোজগার দিতে, বাংলাকে গরীব মুক্ত করতে, তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিন।"      

5/7

মঙ্গলবারই কলকাতায় এলেন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির মুকুল রায়, রাহুল সিনহা। বিমানবন্দরে হাজির হন পটাশপুরে নিহত মদন ঘড়ুইয়ের পরিবারও। এয়ারপোর্টের বাইরে অপেক্ষায় ছিলেন প্রচুর বিজেপি কর্মী সমর্থক। ছিল ব্যান্ড-তাসা।

6/7

আর কী কী বললেন শাহ, রইল  'সর্বত্রই মমতা সরকারের বিরুদ্ধে জনআক্রোশ।' 'বিজেপি কর্মীদের ওপর দমন পীড়ন '

7/7

তাঁর কথায়, 'কৃষকদের কাছে সুবিধা পৌঁছচ্ছে না।' সাধারণ মানুষের কাছে  শাহ-র আর্জি, 'বিজেপিকে একটা সুযোগ দিন, সোনার বাংলা গড়ে দেব।'