Joka Taratala Metro: ১ মে থেকে বদলে যাচ্ছে জোকা-তারাতলা মেট্রো সূচি!

৩০ ডিসেম্বর ভার্চুয়ালি জোকা-তারাতলা মেট্রোর যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জোকা-তারাতলা রুটে যাত্রী পরিষেবা শুরু হয় ২ জানুয়ারি থেকে। প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬ স্টেশনে চলছে মেট্রো।  

Apr 19, 2023, 17:58 PM IST
1/5

জোকা-তারাতলা পার্পল লাইন মেট্রো

Joka Taratala Purple Line Metro

অয়ন ঘোষাল: বেহালাবাসীর জন্য সুখবর। মে দিবস থেকে দ্বিগুণ হচ্ছে জোকা-তারাতলা পার্পল লাইন মেট্রো পরিষেবা।  

2/5

জোকা-তারাতলা পার্পল লাইন মেট্রো

Joka Taratala Purple Line Metro

দিনে ৬ জোড়ার বদলে পয়লা মে থেকে ১২ জোড়া মেট্রো চলবে। পরিষেবায় আর বিরতি থাকছে না। 

3/5

জোকা-তারাতলা পার্পল লাইন মেট্রো

Joka Taratala Purple Line Metro

সকাল ৮টা ৫৫ থেকে বিকেল ৪টে ৪০ পর্যন্ত একটানা পরিষেবা। ট্রেন মিলবে আধ ঘণ্টা অন্তর।  

4/5

জোকা-তারাতলা পার্পল লাইন মেট্রো

Joka Taratala Purple Line Metro

প্রসঙ্গত, বর্তমানে এক ঘণ্টা অন্তর পরিষেবা মেলে। মে দিবস থেকে সেটাই ৩০-৪০ মিনিট অন্তর মিলবে।   

5/5

জোকা-তারাতলা পার্পল লাইন মেট্রো

Joka Taratala Purple Line Metro

সেপ্টেম্বর থেকে মিলবে আধ ঘণ্টা অন্তর। তবে শনি ও রবিবার বন্ধ থাকবে পার্পল লাইন মেট্রো।