Afghanistan: তালিবানের হাতে আত্মসমর্পণে 'না', কড়া বার্তা মহিলা সাংবাদিকের

Aug 15, 2021, 16:04 PM IST
1/5

Journalist Anisa Shaheed: সাংবাদিক অনিশা সইদ

Journalist Anisa Shaheed:  সাংবাদিক অনিশা সইদ

নিজস্ব প্রতিবেদন: সাংবাদিকতার কাজ করেন অনিশা শাহিদ। কিন্তু যেভাবে তালিবানরা দখল করছে আফগানিস্তান সেখানে কাজের ক্ষেত্রে মারাত্মক আশঙ্কা দেখছেন তিনি।

2/5

Afghanistan: আফগানিস্তান

Afghanistan: আফগানিস্তান

আফগান সরকারকে হটিয়ে তালিবানরা ক্ষমতায় আসলে মুখ বন্ধ করে দেওয়া হবে সংবাদমাধ্যমের এমন ভয়ই পাচ্ছেন তিনি। অনিশা যদিও তালিবান অধ্যুষিত এলাকাতেই বেড়ে উঠেছেন। তাই সেই স্মৃতি থেকেই এই ভয় পাচ্ছেন এমনটাই জানিয়েছেন একটি ভিডিও বার্তায়।

3/5

Taliban: তালিবান

Taliban: তালিবান

চলতি বছরের এপ্রিলে আফগানিস্তানের ফ্রি স্পিচ হাব নেটওয়ার্কের তরফে বছরের সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছিলেন।

4/5

Afghanistan's Free Speech: আফগানিস্তান ফ্রি স্পিচ

 Afghanistan's Free Speech: আফগানিস্তান ফ্রি স্পিচ

সংবাদমাধ্যম বিবিসিকে তিনি জানান যে অনেক প্রতিকূলতা কাটিয়ে তিনি এই পেশায় রয়েছে। যেখানে পুরুষতান্ত্রিক প্রভাব রয়েছে।

5/5

Afghan journalist: আফগান সাংবাদিক

Afghan journalist: আফগান সাংবাদিক

তবে শুধু পেশায় নয়, অনিশার মতে গোটা দেশেই এই প্রভাব রয়েছে। ফলে তালিবানরা ক্ষমতা দখল করলে সেই প্রভাব আরও বাড়তে পারে বলেই মনে করছেন এই মহিলা সাংবাদিক।