1/10
নিজস্ব প্রতিবেদন- রবিবার জুনিয়র উইম্বলডন জয়ের আগে তো বটেই, জয়ের পর থেকে বাঙালি লন টেনিস খেলোয়াড় সমীর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আগ্রহ বাড়ছেই। কাকা কণাদ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে উইম্বলডন খেলতে এসেছিলেন। প্রথমবার ঘাসের কোর্টে খেলতে নেমেই কেল্লা ফতে। বয়স মাত্র ১৭। দেশের সঙ্গে যোগাযোগ ভালোই। ছোটবেলায় ঘন ঘন আসতেন বাবার সঙ্গে। পড়াশোনা আর খেলার চাপে সেটা একটু কমেছে।
2/10
photos
TRENDING NOW
3/10
ফিরছেন নিউ জার্সির বাড়িতে। সেখানে সমীরের অপেক্ষায় রয়েছেন তাঁর বাবা,মা আর দিদি। সমীরও অপেক্ষা করছেন উইম্বলডনের ট্রফি মায়ের হাতে তুলে দেওয়ার জন্য। সমীর চান প্রফেশনাল কেরিয়ার গড়ে তুলতে। কিন্তু পড়াশোনা তাঁর কাছে প্রায়োরিটি। পড়াশোনাকে গুরুত্ব দিয়ে ইউএস ওপেনের জন্য নিজেকে তৈরি করতে চান জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন।
4/10
5/10
6/10
7/10
8/10
9/10
10/10
photos