DA Hike: সেপ্টেম্বর থেকে ৩১ শতাংশ হারে DA! 7th Pay Commission এর লেটেস্ট আপডেট

Jul 12, 2021, 19:48 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য শীঘ্রই যথাক্রমে DA ও DR বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। যার প্রভাবও খুব তাড়াতাড়িই পড়তে চলেছে আপনার বেতনেও। কিন্তু কতটা বাড়বে বেতন? বেশকিছু রিপোর্টে জানা যাচ্ছে, জুলাই মাসে ৩ শতাংশ বর্ধিত হারে ডিএ (DA Hike) পাবেন কর্মীরা। শীঘ্রই এই ব্যপারে ঘোষণা করতে চলেছে কেন্দ্র।

2/5

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) প্রকাশের পরেই ডিএ বৃদ্ধির হার (DA Hike Rate) নিয়ে জল্পনা বাড়তে থাকে। দামসূচকের তথ্যের উপরেই নির্ভর করে ধরে নেওয়া হচ্ছে যে জুলাই মাসে ৩ শতাংশ বৃদ্ধি পাবে ডিএ।

3/5

বর্তমানে, সরকারি কর্মচারী (Govt Employees) ও পেনশনভোগীরা (Pensioners) ১৭ শতাংশ হারে ডিএ পান। বেতনের অংশ হিসেবে এই ডিএ দেওয়া হয়। মুদ্রাস্ফীতি রোধে এই হারে ডিএ দেওয়া হয়।

4/5

সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় করোনা আবহে বকেয়া তিন দফার ডিএ পুনরুদ্ধার করার ফলে  ১৭ শতাংশ থেকে  ২৮ শতাংশে পৌঁছবে ডিএ। আর এবার তার উপরেও বৃদ্ধি।

5/5

জুলাইয়ে অতিরিক্ত ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সেপ্টেম্বর মাস থেকে ৩১ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা।