যাদবপুরে বিক্ষোভের জেরে নাকাল শহরবাসী, অফিস টাইমে স্লথ যানের গতি

Sep 19, 2019, 22:13 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাবুল সুপ্রিয়কে ঘিরে চলছে ছাত্রছাত্রীদের একাংশের বিক্ষোভ। ৪ নম্বরে গেটে বাইরে বাঁশ, লাঠি নিয়ে জড়ো হন এবিভিপি কর্মীরা। আর এমন ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে থমকে গেল দক্ষিণ কলকাতার ট্রাফিক। 

2/6

একে পুজোর কেনাকাটার জন্য ঠাসা ভিড় গড়িয়াহাটে, তার উপরে যাদবপুরে বিক্ষোভের জেরে বন্ধ রাস্তা। 

3/6

যাদবপুর থানা থেকে ব্যারিকেড করে দেয় পুলিস। ফলে থমকে যায় যান চলাচল।   

4/6

ব্যারিকেডের জেরে রাজা এসসি মল্লিক রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। 

5/6

ওদিকে গড়িয়াহাটে অফিস টাইম, পুজোর কেনাকাটার ভিড়ে হাঁসফাঁস দশা। তার জেরে গোলপার্ক থেকে দীর্ঘ ট্রাফিক। যানজটের গতি স্লথ হয়ে পড়ে সংলগ্ন এলাকায়। 

6/6

তবে বেশি সমস্যায় পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকার বাসিন্দারা। হেঁটেই দীর্ঘ পথ পেরোতে হয় তাঁদের।