অমিত অনুকরণ! আদিবাসীর ঘরে আলুসেদ্ধ-ডিম ভাত নৈশভোজে 'জনসংযোগ' খাদ্যমন্ত্রীর

Aug 04, 2019, 14:22 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : 'দিদিকে বলো' কর্মসূচিতে আদিবাসী ঘরে ভাত, ডাল, আলুসেদ্ধ ও ডিম-এ নৈশভোজ সারলেন জ্যোতিপ্রিয় মল্লিক।  

2/6

"দিদি কে বলো" জনসংযোগ কর্মসূচিতে শনিবার নিজের বিধানসভা কেন্দ্র হাবরার সোনাকেনিয়া গ্রামের মাকালতলায় যান খাদ্যমন্ত্রী। সেখানে এক আদিবাসী মানিক সিকদারের বাড়িতে রাত্রিবাস করেন তিনি।  

3/6

এলাকায় মানিক সিকদার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তাঁর বাড়িতেই কলাপাতায় তৃপ্তি করে ভাত, ডাল, আলুসেদ্ধ, ডিম-এ রাতের আহার সারতে দেখা যায় মন্ত্রীকে।  

4/6

এরপর রাতে সেখানেই থেকে যান মন্ত্রী। তারপর আজ রবিবার সকালে সোনাকেনিয়া বাজারে গ্রামের বয়স্ক ব্যক্তিদের নিয়ে তৃণমূলের পতাকা উত্তোলন করতে দেখা যায় হাবরার বিধায়ককে।

5/6

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে আলিপুরদুয়ারে আদিবাসীর ঘরে নৈশভোজ দিয়েই রাজ্যে বিজেপির প্রচার কর্মসূচির সূচনা করেছিলেন অমিত শাহ।

6/6

আদিবাসীর ঘরে তৎকালীন বিজেপি সভাপতির কলাপাতায় নৈশভোজের সেই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।