অজয়ের সঙ্গে আলাপ না হলে শাহরুখকে বিয়ে করতেন? উত্তরে কাজল বলেন...

May 27, 2020, 20:58 PM IST
1/8

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নত্তর পর্বে তাঁদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন কাজল।

2/8

ভক্তদের উদ্দেশ্য ইনস্টাগ্রামে কাজল লেখেন, আমাকে যা খুশি প্রশ্ন করতে পারো। এরপরই তাঁর দিকে ধেয়ে আসে নানান প্রশ্ন। 

3/8

অজয় দেবগনে সঙ্গে তাঁর বিয়েটা Love Marriage ছিল নাকি Arrange Marriage ছিল? উত্তরে কাজল বলেন Love Marriage।

4/8

যখন আপনার স্বামী আপনার থেকে সন্তানদের বেশি ভালোবাসে, তখন কি হিংসা হয়? উত্তরে কাজল বলেন, কখনও কখনও, তবে ও এটাই করে?

5/8

প্রথম ক্রাস? উত্তরে কাজল বলেন আমার প্রথম ক্রাশ বিবাহ।

6/8

সহ অভিনেতা হিসাবে কাকে পছন্দ শাহরুখ নাকি কাজল? উত্তরে কাজল বলেন, পরিস্থিতির উপর নির্ভর করছে।

7/8

তোমার কটা সন্তান? এর উত্তরে কাজল বলেন, ''আপাতত ২টো, আর হওয়ার কোনও সম্ভবনাও নেই। ''

8/8

যদি অজয়ের সঙ্গে আলাপ না হতো, তাহলে কি শাহরুখকে বিয়ে করতেন? উত্তরে কাজল বলেন, ও তো কখনও আমায় প্রস্তাবই দেয়নি।