৪ অগস্ট কালাষ্টমী, কাল ভৈরবের পুজো করলে আসে সমৃদ্ধি !

Aug 01, 2018, 22:55 PM IST
1/8

kal8

কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কালাষ্টমী হিসেবে পালন করা হয়। চলতি শ্রাবণ মাসে ৪ অগস্ট পড়েছে কালাষ্টমী। ওই দিন ভৈরবাষ্টমী হিসেবেও খ্যাত।

কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কালাষ্টমী হিসেবে পালন করা হয়। চলতি শ্রাবণ মাসে ৪ অগস্ট পড়েছে কালাষ্টমী। ওই দিন ভৈরবাষ্টমী হিসেবেও খ্যাত।

2/8

kal7

কালাষ্টমী বা ভৈরবাষ্টমীর দিন রুদ্র রূপে পূজিত হন শিব। কাল ভৈরবের পূজা করেন অনেকে।

কালাষ্টমী বা ভৈরবাষ্টমীর দিন রুদ্র রূপে পূজিত হন শিব। কাল ভৈরবের পূজা করেন অনেকে।   

3/8

kal6

কথিত আছে, দুষ্ট শক্তির বিনাশেই কাল ভৈরবের রূপ ধারণ করেছিলেন মহাদেব। কালাষ্টমীতে পূজো করলে দূর হয় নেতিবাচক শক্তি।

কথিত আছে, দুষ্ট শক্তির বিনাশেই কাল ভৈরবের রূপ ধারণ করেছিলেন মহাদেব। কালাষ্টমীতে পূজো করলে দূর হয় নেতিবাচক শক্তি।

4/8

kal5

কালাষ্টমীর দিন ভৈরব পূজা করলে অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস।

কালাষ্টমীর দিন ভৈরব পূজা করলে অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস। 

5/8

kal4

মন্দিরে বা বাড়িতে শিবের সামনে প্রদীপ জ্বালাবেন।

মন্দিরে বা বাড়িতে শিবের সামনে প্রদীপ জ্বালাবেন।    

6/8

kal3

কালাষ্টমীর দিন শিব ও পার্বতীর পূজা এবং ঘরে ভজন রাখতে পারেন। এর সঙ্গে কালভৈরবের কথা শুনতে পারেন।

কালাষ্টমীর দিন শিব ও পার্বতীর পূজা এবং ঘরে ভজন রাখতে পারেন। এর সঙ্গে কালভৈরবের কথা শুনতে পারেন।

7/8

kal2

কাল ভৈরবের বাহন কালো কুকুর। ওই দিন কালো কুকুরকে রুটি বা অন্য খাবার খাওয়াতে পারেন।

কাল ভৈরবের বাহন কালো কুকুর। ওই দিন কালো কুকুরকে রুটি বা অন্য খাবার খাওয়াতে পারেন।

8/8

kal1

ব্রত ফলদায়ী হয় বলে বিশ্বাস অনেকের। তাই কালাষ্টমীতে কাল ভৈরবের ব্রত রাখতে পারেন। সংসারে সমৃদ্ধি আসবে।

ব্রত ফলদায়ী হয় বলে বিশ্বাস অনেকের। তাই কালাষ্টমীতে কাল ভৈরবের ব্রত রাখতে পারেন। সংসারে সমৃদ্ধি আসবে।