1/10
2/10
১. ঘন কালো চুল
photos
TRENDING NOW
3/10
২. কৃষ্ণবর্ণা
4/10
৩. বস্ত্রহীনা
5/10
৪. জিহ্বা ও দাঁত
6/10
৫. মুণ্ডের মালা
7/10
৬. চতুর্ভুজা
দেবীর চার হস্তে চাররকম অস্ত্র। তাঁর ডানদিকের উপরের হাতে রয়েছে বরাভয় মুদ্রা, নীচের হাতে আশীর্বাদ মুদ্রা। অর্থাৎ একাধারে দেবী তাঁর সন্তানদের যেমন রক্ষা করেন, তেমনই ভক্তের মনোবাঞ্ছাও পূর্ণ করেন। বাঁ দিকের উপরের হাতে তিনি ধরে রয়েছেন তরবারি, আর নীচের হাতে একটি কর্তিত মুণ্ড। অর্থাৎ, তিনি যেমন জীবকুলকে মায়াবন্ধন থেকে মুক্তির পথপ্রদর্শন করতে পারেন, তেমনই মায়াচ্ছন্ন জীবকে প্রদান করতে পারেন বিশেষ জ্ঞান।
8/10
৭. কর্তিত হাতের মেখলা পরিহিতা
9/10
৮. পদতলে শিব শায়িত
10/10
৯. ত্রিনয়ন সম্পন্না
photos