Kali Puja 2023: কবে কখন কালীপুজো এ বছর? জেনে নিন কখন অমাবস্যা পড়ছে...
Kali Puja 2023 | Amavasya Tithi: দুর্গাপুজো তো কবেই গিয়েছে। এই সেদিন গেল লক্ষ্মীপুজোও। এবার কালীপুজোর অপেক্ষা। কালীপুজো নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলাজুড়ে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজো তো কবেই গিয়েছে। এই সেদিন গেল লক্ষ্মীপুজোও। এবার কালীপুজোর অপেক্ষা। কালীপুজো নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলাজুড়ে, দীপাবলি নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারত জুড়ে। তবে প্রত্যেকবারই এইসব দিনগুলিতে অনেকগুলি প্রশ্ন ঘোরাফেরা করে-- এ বছর কবে কালীপুজো, কখন অমাবস্যা তিথি পড়ছে, কোন মুহূর্তে সারতে হবে মায়ের আরাধনা, কখন ধনত্রয়োদশী, কখনই-বা ভূত চতুর্দশী পড়ছে, ইত্যাদি-ইত্যাদি।
2/7
ধনতেরাস
photos
TRENDING NOW
3/7
ভূত চতুর্দশী
5/7
তিথি-কথা
6/7
মাতৃ-আরাধনা
তাহলে চলতি মাসের ১২ তারিখে, মানে, ১২ নভেম্বর, রবিবারে এ বছরের কালীপুজো। কার্তিক মাসের অমাবস্য়ায় কালীপুজো হয়। এবার অমাবস্যা পড়ছে রবিবার দুপুর ২টো ৪০ মিনিটে। ছাড়ছে পরের দিন, ১৩ নভেম্বর, সোমবার বেলা ২টো ৫০ মিনিটে। কালীপুজোর একটা নিশীথমুহূর্ত রয়েছে। অনেকেই অমাবস্যা পড়ে গেলেই কালীপুজো শুরু করেন না। তাঁরা সারারাত জেগে মায়ের পুজো করতে চান। তাঁরা এবছর পুজো শুরু করতে পারবেন, ১২ নভেম্বর রাত ১১টা ৩৯ মিনিট থেকে ১৩ নভেম্বর রাত ১২টা ৩২ মধ্যে।
7/7
অলক্ষ্মী-বিদায়
এই সময়ে এদেশীয়দের ঘরে (যাঁরা এপার বাংলারই মানুষ) লক্ষ্মীপুজো করা হয়। লক্ষ্মীপুজো মানে, অলক্ষ্মী-বিদায়ের পুজো। এবছর রবিবারই প্রদোষকালে হচ্ছে সেই লক্ষ্মীপুজো তথা অলক্ষ্মী-বিদায়ের পুজো। এদিন সন্ধ্যা ৪টে ৫১ মিনিটের পর থেকে এবং সন্ধে ৬টা ২৭ মিনিটের মধ্যে করা যাবে এই শ্রীশ্রীলক্ষ্মী ও অলক্ষ্মী-বিদায়ের পুজো।
photos