Bengal Weather Update: আর কতদিন বৃষ্টির অত্যাচার সহ্য করতে হবে? শীত পড়তে এবার দেরি আছে?

Kali Puja Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়ে দিলেন মঙ্গলবারের বিকেলের আবহাওয়ার আপডেট।

| Oct 29, 2024, 18:29 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কোনও কোনও জেলার দু-এক জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়ে দিলেন আবহাওয়ার বিকেলের আপডেট। (তথ্য: অয়ন ঘোষাল)

1/6

উত্তরবঙ্গের সব জেলাতেই

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। তার পরেও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি-- এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

2/6

হালকা বৃষ্টি

কালীপুজোর দিনে কিছু জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি সামান্য সময়ের জন্যও হতে পারে। 

3/6

কলকাতা-সহ

কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 

4/6

দার্জিলিংয়েও

কালী পুজোর দিন হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলায়।

5/6

বৃষ্টিহীন ভাইফোঁটা

ভাইফোঁটার দিন রবিবার বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। 

6/6

নভেম্বরের শুরুতেই শীত?

নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব রাজ্যে। তাপমাত্রা ক্রমশ কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না।