বুধবার থেকে 'আনলকড' কালিঘাট, প্রবেশদ্বারে বসল স্যানিটাইজিং টানেল
Jun 30, 2020, 19:19 PM IST
1/5
অবশেষে 'আনলক' হচ্ছে কালিঘাট মন্দির। আগামিকাল থেকে সাধারণের জন্য খুলে যাবে কালিঘাটের মন্দিরের দরজা।
2/5
তবে, মন্দির আনলক হলেও করোনা সতর্কতায় কোনও খামতি রাখতে নারাজ কর্তৃপক্ষ। মন্দিরে আগত ভক্তদের স্বাস্থ্য পরীক্ষা ও পরিচ্ছন্নতা সুনিশ্চিত করার বিষয়ে কড়া সতর্কতা অবলম্বন করেছে কলকাতা পুরসভাও।
photos
TRENDING NOW
3/5
শুধু দেহের তাপমাত্রা যাচাই নয়, সংক্রমণ রোধে বসানো হচ্ছে বিশেষ স্যানিটাইজিং টানেলও।
4/5
এদিন ভারতীয় রেভেনিউ সার্ভিসের উদ্যোগে বসানো অত্যাধুনিক প্রযুক্তির দুটি স্যানিটাইজিং টানেলের পরীক্ষামূলক ব্যবহার করা হয়।
5/5
মন্দির খোলার আগের দিন সমস্ত ব্যবস্থাপনা তদারকিতে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসন পারিষদ দেবাশিস কুমার।