ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করল নিউ জিল্যান্ড, নেতৃত্বে কেন উইলিয়ামসন

Jan 16, 2020, 13:31 PM IST
1/5

 ২৪ জানুয়ারি থেকে শুরু নিউ জিল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ । পাঁচটি ম্যাচ রয়েছে ২৪ জানুয়ারি, ২৬ জানুয়ারি, ২৯ জানুয়ারি, ৩১ জানুয়ারি, ২ ফেব্রুয়ারি।  

2/5

ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের চোট। তাই দীর্ঘদিন পরে আবার দলে পিরলেন কিউই পেসার হামিশ বেনেট। ২০১৭ সালের পর আবার জাতীয় দলে বেনেট।

3/5

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে না খেললেও ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নেতৃত্বে কেন উইলিয়ামসন।  

4/5

টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন(অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্রুস (চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য), কলিন ডি গ্র্যান্ডহোম(প্রথম তিনটি ম্যাচের জন্য), মার্টিন গাপ্টিল, স্কট কাগেলেইজন, ড্যারেল মিচেল, কলিন মুনরো, রস টেলর, ব্লেয়ার টিকনার, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।

5/5

টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা(সহ অধিনায়ক),কেএল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়শ আইয়ার, মণীষ পাণ্ডে, ঋষভ পন্থ(উইকেট কিপার), শিভম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, নভদীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।