সিনেমার ব্যবসার জন্যই JNU-তে হাজির হন দীপিকা, বিস্ফোরক কঙ্গনার দিদি

Jan 08, 2020, 14:15 PM IST
1/5

রবিবার JNU-তে হাজির হন দীপিকা পাডুকন৷ বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে, ছাত্র আন্দোলনকে সমর্থন জানান দীপিকা৷  এরপরই দীপিকার পক্ষে, বিপক্ষে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা 

2/5

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হওয়ায় দীপিকাকে নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল৷ তিনি বলেন, এতদিন পর্যন্ত উরি, পুলওয়ামা, ৩৭০-এর বিলোপ, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা৷ তাহলে হঠাত করে এবার কেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র আন্দোলন নিয়ে সরব হলেন দীপিকা, এমন প্রশ্নও তোলেন রঙ্গোলি 

3/5

দীপিকা আর যা-ই করুন না কেন, নিজের প্রচার খুব ভাল করতে পারেন বলেও কটাক্ষ করেন কঙ্গনার দিদি 

4/5

তিনি আরও বলেন, নিজের সিনেমা ছপক-এর প্রমোশনের জন্যই দীপিকা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন৷ ব্যবসা ছাড়া দীপিকা অন্য কিছু বোঝেন না৷ এমন মন্তব্য করতেও শোনা যায় রঙ্গোলি চান্দেলকে৷ তবে দীপিকা যে প্রাকস্যে নিজের প্রচার শুরু করেছেন, তার জন্য ধন্যবাদ৷ কারণ বলিউডে এমন অনেকে রয়েছেন, যাঁরা প্রকাশ্য়ে নিজেদের এভাবে প্রচার করতে ভয় পান বলে মন্তব্য করেন রঙ্গোলি 

5/5

ফিল্মি মানুষরা নিজেদের প্রয়োজনে অনেক কিছুই করে থাকেন, দীপিকাও তার ব্যতিক্রমী নন৷ ছপক-এর প্রমোশনের জন্যই নিজের ছবির ব্যবসার জন্যই তিনি JNU-তে হাজির হন বলেও মন্তব্য করেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল