মারণ ব্যাধির সংক্রমণ ছড়ানোর অভিযোগ, কণিকার কাছে পৌঁছল পুলিসের নোটিস

Apr 27, 2020, 15:46 PM IST
1/5

কণিকা কাপুরের কাছে পৌঁছল পুলিসের নোটিস। কোভিড ১৯ থেকে সেরে ওঠার পরপরই এবার বয়ান নথিভুক্ত করার নোটিস পাঠাল

2/5

লন্ডন হয়ে মুম্বই এবং পরে লখনউতে হাজির হয়ে একের পর এক পার্টি করার অভিযোগ ওঠে কণিকা কাপুরের বিরুদ্ধে। 

3/5

বলিউড গায়িকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ এবং ২৭০ ধারায় অভিযোগ দায়ের করা হয়

4/5

হাসপাতাল থেকে ছাড়ার পর কণিকাকে আরও ১৪  দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। সেই সময়কাল পেরনোর পরই এবার নোটিস পাঠান হয় কণিকার বাড়িতে 

5/5

যদিও নোটিস পাঠানোর পর এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি কণিকা কাপুর