দুই সন্তানের সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন করিনা নিজেই। যদিও কায়দা করে ছোট ছেলে জেহ-র মুখ ঢেকে রেখেছিলেন। করিনার সঙ্গে বাঁদিকে ছোট্ট তৈমুর, আর ডান দিকে জেহ।
6/10
ঈদের দিন সইফের পরিবার
ঈদের দিন ৪ সন্তানের সঙ্গে সইফ আলি খান। ছবি শেয়ার করেছিলেন সইফ কন্যা সারা আলি খান।
ছোট ছেলে জেহ অর্থাৎ জাহাঙ্গীর আলি খানকে কোলে নিয়ে পতৌদিদের ছোটে নবাব সইফ।
10/10
জেহ এবং নাম বিতর্ক
করিনার ছোট ছেলের জন্মের কিছুদিন পর প্রথমে জানানো হয়, তার নাম রাখা হয়েছে জেহ, পরে জানা যায়, পুরো নাম জাহাঙ্গীর আলি খান। মুঘল সম্রাটের নামে তার নাম রাখা নিয়ে কিছু কম বিতর্ক হয়নি।