কার্গিল বিজয় দিবস: ১৮ হাজার ফুটে অনুপ্রবেশকারীদের কীভাবে সবক শিখিয়েছিল সেনা? জানুন সে কথা

Jul 26, 2020, 13:20 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: ২১ বছর আগের সেই ঘটনার স্মৃতি নাড়া দিলে আজও গর্বে বুকে হাত ঠেকায় দেশবাসী। শত শহিদের রক্তের বিনিময়ে সেদিন দেশের জমি ফিরিয়ে এনেছিলেন আমাদের জওয়ানরা। ২৬ জুলাই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন, আজ কার্গিল বিজয় দিবস। কী ঘটেছিল সেদিন? কীভাবে মাতৃভূমি পুনরদ্ধার হলো? দেখে নেওয়া যাক এক নজরে... (ফাইল চিত্র)  

2/8

পাকিস্তানি জঙ্গিরা পাকিস্তানি সেনার মদতে ভারতে অনুপ্রবেশ করে। সালটা ১৯৯৯, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে কার্গিলের ভারতীয় প্রান্তে ঢুকে পড়ে শত্রুপক্ষ।  (ফাইল চিত্র)

3/8

টহল দিতে গিয়ে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভারতীয় সেনা।  (ফাইল চিত্র)

4/8

আগে থেকেই সুযোগ বুঝে ছক করে বসেছিল অনুপ্রবেশকারীরা। সংঘর্ষে যা তাঁদের প্রথমে বাড়তি সুবিধা দেয়। (ফাইল চিত্র)

5/8

স্থানীয় শেফার্ডদের থেকে তথ্য সংগ্রহ করে এরপর অনুপ্রবেশকারীদের আক্রমণের স্থান চিহ্নিত করে ফেলে ভারতীয় সেনারা। (ফাইল চিত্র)

6/8

২৫ জুন ১৯৯৯, মুকোশ উপত্যকার জুলুতে আঘাত হানে ভারতীয় সেনা। নাম হয় "অপারেশন বিজয়।" (ফাইল চিত্র)

7/8

১৮ হাজার ফুট উচ্চতায় প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ চালায় ভারতীয় সেনা। ৫২৭ জন শহিদ হন। কার্গিল যুদ্ধে ২৬ জুলাই বিজয়ী হয় ভারতীয় সেনা।  (ফাইল চিত্র)

8/8

২ মাস যুদ্ধ চালিয়ে"অপারেশন বিজয়ে" বিজয় ঝান্ডা উড়িয়ে শেষ পর্যন্ত অনুপ্রবেশকারীদের হারাতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনা। কার্গিল বিজয় দিবস উপলক্ষে ২১ বছর পরও ২৬ জুলাই বীর সেনাদের জয়জয়কার সর্বত্র। (ফাইল চিত্র)