বিচ্ছিন্নতাবাদীদের ওপরে চাপ বাড়াল এনআইএ, গ্রেফতার জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক
Apr 10, 2019, 19:05 PM IST
1/6
s 6
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের ওপরে চাপ বাড়াল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। বুধবার গ্রেফতার করা হল জেকেএলএফ নেতা ইয়াসিন মালিককে।
2/6
S 5
কেন গ্রেফতার? জম্মু ও কাশ্মীরের জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের টাকা জোগানোর একটি মামলা ছিল মালিকের বিরুদ্ধে।
photos
TRENDING NOW
3/6
S 4
মঙ্গলবার জম্মুতে এনআইএর একটি বিশেষ আদালত মালিককে হেফাজতে নিয়ে জেরার অনুমতি দেয়। তার পরেই তাঁকে আনা হয় রাজধানীতে।
4/6
S 3
মঙ্গলবার সন্ধেতেই তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। ফেব্রুয়ারি মাসে তাঁকে আটক করে জম্মু কোট বালওয়াল জেলে আনা হয়।
5/6
S 2
ইয়াসিন মালিকের সংগঠন জেকেএলএফকে নিষিদ্ধ করে কেন্দ্র। ওই সংগঠনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে সিবিআইয়ে। এর মধ্যে একটি হল মুফতি মহম্মদ সইদের কন্যা রুবিয়া সইদকে অপহরণের মামলা। পাশাপাশি ১৯৯০ সালে ৪ বায়ুসেনা জওয়ানকে হত্যার অভিযোগও রয়েছে জেকেএলএফের বিরুদ্ধে।
6/6
s 1
জঙ্গিদের টাকার জোগান দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৩০ মে ইয়াসিন মালিকের বিরুদ্ধে মামলা করে এনআইএ। অভিযোগ ছিল, হাওলা ছাড়াও অন্যান্য উপায়ে টাকা তোলা ও জম্মু-কাশ্মিরে অশান্তি ছড়ানোর অভিযোগ ছড়ানোর চেষ্টা করছেন ইয়াসিন মালিক।