‘করতারপুর করিডোর খোলা আইএসআইয়ের একটি গেমপ্ল্যান, সতর্ক থাকতে হবে’

Dec 10, 2018, 13:21 PM IST
1/6

s 6

s 6

করতারপুর করিডোর নিয়ে এত হইচই হলেও তাকে কোনও খুশির খবর বলে মানতে চান না পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এটিকে পাকিস্তানের ষড়যন্ত্র বলেই বর্ণনা করলেন ক্যাপ্টেন।

2/6

S 5

S 5

রবিবার এক অনুষ্ঠানে অমরিন্দার সিং বলেন, করতারপুর করিডোর খোলা আইএসএইয়ের একটি গেম প্ল্যান।

3/6

S 4

S 4

পাক সেনাবাহিনী করিডোর খুলে একটি বড় ষড়যন্ত্রের সূচনা করল বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

4/6

S 3

S 3

করিডোর খোলার মাধ্যমে যে বার্তাই আসুক না কেন পাকিস্তান ফের পঞ্জাবে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করছে। এনিয়ে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেন অমরিন্দার সিং।

5/6

S 2

S 2

ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই করিডোর খোলার বিষয়টি সিধুকে জানিয়ে দেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। এমনটাই দাবি অমরিন্দারের।

6/6

s 1

s 1

করতারপুর করিডোর খোলার ব্যাপারে চেষ্টা করেছিলন ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। দাবি অমরিন্দরের। পাশাপাশি তিনি এও দাবি করেন, তিনিও পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি ওই করিডোর খোলার অনুরাধ করেন। তবে এতদিন তা সফল হল।