Kaushiki Amavasya 2024: কবে এ বছরের কৌশিকী অমাবস্যা? কখন শুভ মুহূর্ত? জেনে নিন অতি বিশেষ এই তিথির প্রকৃত পরিচয়, নির্ঘণ্ট...
Kaushiki Amavasya 2024 Date and Tithi: অবশেষে চলে এল সেই বিরল তিথি, সেই অমোঘ দিন। এই অমাবস্যা এমন এক অমাবস্যা, যার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন মাতৃভক্তেরা, কালীভক্তেরা, তারাভক্তেরা। কৌশিকী অমাবস্যা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৌশিকী অমাবস্যা এমন এক অমাবস্যা, যে অমাবস্যার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভক্তেরা-- মাতৃভক্তেরা, কালীভক্তেরা, তারাভক্তেরা। এ বছরও ছবিটা এক। এ বছরও দিনটির জন্য শক্তিসাধক ও ভক্তেরা অপেক্ষা করে আছেন। অবশেষে চলে এল সেই বিরল তিথি, সেই অমোঘ দিন। তন্ত্র মতে, কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলা হয়। এক বিশেষ মুহূর্তে নাকি স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খোলে এবং বিশ্বাস যে, সাধক নিজের ইচ্ছে মতো শক্তিসাধনার মধ্যে দিয়ে এদিন সিদ্ধিলাভ করতে পারেন।
1/6
তারাপীঠযোগ
2/6
অধিষ্ঠাত্রী তারা
photos
TRENDING NOW
3/6
১৫ থেকে ১৭ ভাদ্র
4/6
১-২-৩ সেপ্টেম্বর
5/6
বামাক্ষ্যাপা
6/6
শুম্ভ- নিশুম্ভ দমন
মার্কণ্ডেয় পুরাণমতে, মহিষাসুরের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ট ছিলেন, তখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। কিন্তু পরে শুম্ভ- নিশুম্ভের অত্যাচারে দেবতারা ফের অতিষ্ঠ হন। তখন সকলে পার্বতীর স্মরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া এক দেবীমূর্তির জন্ম দেন। তিনিই তারা। শোনা যায়, এই তিথিতেই কৌশিকী রূপে মা তারা শুম্ভ- নিশুম্ভ দমন করেছিলেন।
photos