প্রতিকী তরমুজে উন্মুক্ত বক্ষের প্রতিবাদ

Mar 20, 2018, 19:00 PM IST
1/6

S 5

ছাত্রীদের পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য করে প্রবল বিক্ষোভের মুখে কেরলের এক অধ্যাপক। ওই শিক্ষিকার শাস্তির দাবিতে সোমবার এসএফআইয়ের নেতৃত্বে কলেজ গেটে তরমুজ হাতে প্রবল বিক্ষোভ দেখায় ছাত্রীরা।

ছাত্রীদের পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য করে প্রবল বিক্ষোভের মুখে কেরলের এক অধ্যাপক। ওই শিক্ষিকার শাস্তির দাবিতে সোমবার এসএফআইয়ের নেতৃত্বে কলেজ গেটে তরমুজ হাতে প্রবল বিক্ষোভ দেখায় ছাত্রীরা।

2/6

S 4

কেন তরমুজ হাতে বিক্ষোভ? গোটা ঘটনার সূত্রপাত জওহর মুনাবির নামে এক অধ্যাপকের মন্তব্যকে ঘিরে।

কেন তরমুজ হাতে বিক্ষোভ? গোটা ঘটনার সূত্রপাত কেরলের কোঝিকোড়ে জওহর মুনাবির নামে এক অধ্যাপকের মন্তব্যকে ঘিরে। 

3/6

S 6

কেরলের কোঝিকোড়ের ফারুক ট্রেনিং কলেজের শিক্ষক জওহর সম্প্রতি এক জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘ছাত্রীরা আজকাল ঠিকঠাক হিজাব পরছে না। অ-ইসলামি পোষাক পরছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা নিজেদের বক্ষ প্রদর্শন করছে ‌যেন তরমুজের প্রদর্শনী হচ্ছে।’

কেরলের কোঝিকোড়ের ফারুক ট্রেনিং কলেজের শিক্ষক জওহর সম্প্রতি এক জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘ছাত্রীরা আজকাল ঠিকঠাক হিজাব পরছে না। অ-ইসলামি পোষাক পরছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা নিজেদের বক্ষ প্রদর্শন করছে ‌যেন তরমুজের প্রদর্শনী হচ্ছে।’ 

4/6

S 3

জওহর মুনাবিরের বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই তোলপাড় গোটা কলেজ ও রাজ্য। সোস্যাল মিডিয়ায় এর প্রতিবাদ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তরমুজকে প্রতীকী হিসেবে ব্যবহার করে প্রতিবাদ শুরু হয়েছে।

জওহর মুনাবিরের বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই তোলপাড় গোটা কলেজ ও রাজ্য। সোস্যাল মিডিয়ায় এর প্রতিবাদ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তরমুজকে প্রতীকী হিসেবে ব্যবহার করে প্রতিবাদ শুরু হয়েছে।

5/6

S 1

আরথা এসএ নামে ২১ বছরের এক তরুণী ওই মন্তব্যের প্রতিবাদে নিজের ন্যুড ছবি শেয়ার করেছেন। ওই ছবি শেয়ার করেছেন তাঁর স্বামীও।

আরথা এসএ নামে ২১ বছরের এক তরুণী ওই মন্তব্যের প্রতিবাদে নিজের ন্যুড ছবি শেয়ার করেছেন। ওই ছবি শেয়ার করেছেন তাঁর স্বামীও।

6/6

S 2

সোশ্যাল মিডিয়ায় আরথা লিখেছেন, বক্ষ নিয়ে মানুষের এই প্রতিক্রিয়া দেখে আমি অবাক। ম্যাগাজিনের পাতায় কোনও মহিলা ব্রেস্ট ফিড কারাচ্ছেন দেখেও মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে! এর প্রতিবাদেই এই ন্যুড ছবি শেয়ার করা।

সোশ্যাল মিডিয়ায় আরথা লিখেছেন, বক্ষ নিয়ে মানুষের এই প্রতিক্রিয়া দেখে আমি অবাক। ম্যাগাজিনের পাতায় কোনও মহিলা ব্রেস্ট ফিড কারাচ্ছেন দেখেও মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে! এর প্রতিবাদেই এই ন্যুড ছবি শেয়ার করা।