''আর কোন পদক জিতে আনলে আমি অর্জুন পুরস্কার পাব?'' প্রধানমন্ত্রীকে প্রশ্ন অলিম্পিক পদকজয়ীর
Aug 23, 2020, 01:07 AM IST
1/5
মহিলা কুস্তিগীর হিসাবে তিনিই একমাত্র দেশকে পদক এনে দিয়েছিলেন। রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সাক্ষী মালিক। এর পর ২০১৬ সালে তাঁকে খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়।
2/5
সাক্ষী শুধুমাত্র খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়ে খুশি নন। তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হতে চান। আর তাই এবার কোনও রাখঢাক না রেখে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বসলেন।
photos
TRENDING NOW
3/5
সাক্ষী প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেছেন, দেশের জন্য আর কোন পদকটা জিতে আনলে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হতে পারেন!
माननीय प्रधानमंत्री @narendramodi जी ओर माननीय खेल मंत्री @KirenRijiju जी । pic.twitter.com/YF1hQuJfPi
— Sakshi Malik (@SakshiMalik) August 22, 2020
4/5
সাক্ষীর নাম এবার অর্জুন পুরস্কারের জন্য মনোনিত হয়েছিল। কিন্তু ফাইনাল লিস্ট থেকে তাঁর নাম বাদ পড়ে। তাঁর সঙ্গে ভারোত্তলোক মীরাবাঈ চানুর নামও বাদ পড়েছিল।
5/5
বক্সার অমিত পঙ্ঘলের মতো অনেকে ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন, যাঁরা একবার খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন তাঁদের অর্জুন পুরস্কারে ভূষিত করা ঠিক হবে না। বর নতুন কাউকে অর্জুন পুরস্কার দিলে সে উত্সাহ পাবে। মহিলা ক্রিকেটার দীপ্তি ও ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মা অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন।