জনবহুল বাজারে মাংসের দোকানের ভিতর ঘাপটি মেরে লুকিয়ে ছিল 'সে', অল্পের জন্য রক্ষা পেলেন ক্রেতারা!

Aug 01, 2020, 16:42 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : শনিবারের সকাল। জনবহুল বাজারের ভিতর মাংসের দোকান। তখনও দোকানদার দোকান খোলেননি। কিন্তু তবে ঝাঁপ না তুলতেই মাংসের দোকানে উপছে পড়েছিল ভিড়। এমন সময়ই ঘটল জনবএঘটনা। বরাতজোরে রক্ষা পেলেন দোকানদার থেকে খদ্দেররা।

2/6

মাংসের দোকানের পাল্লার নীচ থেকে উদ্ধার হল একটি বিশালাকার কোবরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বাতাবাড়ি ফার্ম বাজারে। শনিবার সাতসকালে জনবহুল বাজারের মাংসের দোকানের ভিতর থেকে কোবরা সাপ উদ্ধার হতেই জোর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

3/6

ছুটির দিনের সকাল। তারমধ্যে আজ লকডাউনও নেই। খুশির ইদ আজ। বাজার খোলা। অনেকেই ভিড় জমিয়েছিলেন মাংসের দোকানে। সাতসকালে ভালোই ভিড় ছিল দোকানে। এমন সময়ই চোখে পড়ে সাপটি। দোকান খুলতে গিয়েই দেখা যায়, সামনের পাল্লার নীচে একটি কোবরা কুণ্ডলী পাকিয়ে আছে। 

4/6

মানুষজনের চলাচলের স্পন্দন টের পেতেই ফণা তুলে ফোঁস করে ওঠে সেটি। ভয়ঙ্কর কোবরা দেখে ততক্ষণে উপস্থিত সকলের পিলে চমকে গিয়েছে। মুহূর্তের মধ্যে সারা বাজার ছড়িয়ে পড়ে মাংসের দোকানে কোবরার "ঘাপটি মেরে" পড়ে থাকার কথা।

5/6

সাপ দেখতে ভিড় জমান অনেকে। ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিস। খবর দেওয়া হয় স্থানীয় সর্প বিশারদ দিবস রাইকে। তিনি এসে দোকানের ভির ঢুকে দক্ষতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে প্লাস্টিকের জারবন্দি করেন। অল্পের জন্য রক্ষা পান দোকানদার থেকে ক্রেতারা সবাই।  

6/6

দিবস রাই জানিয়েছেন, উদ্ধার হওয়া সাপটি স্পেকটিকাল কোবরা। সেটিকে খরিয়ার বন্দর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। মাংসের দোকানে কোবরা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় বাজারে।