Forbes-র ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় সীতারমন-কিরণ মজুমদার শ

Dec 09, 2020, 14:27 PM IST
1/5

Forbes এর ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় ভারতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তালিকায় রয়েছে মার্কিন উপরাষ্ট্রপতি নির্বাচিত কমলা হ্যারিস, জার্মান চান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের মতো বিশিষ্টরাও।

2/5

Forbes এর তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ, HCL-এর সিইও রোশনি নাদার মালহোত্রা।

3/5

এনিয়ে টানা ১০ বার Forbes এক প্রভাবশালী মহিলাদের তালিকায় রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেল।

4/5

Forbes এর তরফে জানানো হয়েছে এবার তালিকায় রয়েছেন দশ দেশের প্রধান, ৩৮ জন সিইও। এদের সবার কাজের ক্ষেত্রে আলাদা। কিন্তু সবাই নিজ ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী।

5/5

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রয়েছেন ৪১তম স্থানে, রোশনি নাদার মালহোত্রা রয়েছেন ৫৫তম স্থানে। অন্যদিকে, কিরণ মজুমদার শ রয়েছেন ৬৮তম স্থানে ও ল্যান্ডমার্ক গ্রুপের প্রধান রেনুকা জগতিয়ানি রয়েছেন ৯৮তম স্থানে। -ছবিতে রোশনি নাদার মালহোত্রা