Kishore Kumarর অন্তিম ইচ্ছে ছিল যেন এই খান্ডোয়াতেই তাঁকে দাহ করা হয়

Aug 04, 2021, 17:38 PM IST
1/6

Kishore Kumar: খান্ডোয়ার বাড়ি

Kishore Kumar: Khandoa home

নিজস্ব প্রতিবেদন: ১৯২৯ সালের ৪ঠা অগাস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়ার এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন কিংবদন্তী কিশোর কুমার (Kishore Kumar)। 

2/6

Kishore Kumar: প্রিয় খাবার জিলিপি

Kishore Kumar: Favourite food

কিশোর কুমারের অন্যতম পছন্দের খাবার ছিল জিলিপি। তাই প্রতিবছর খান্ডোয়াতে জন্মদিনে তাঁর সমাধির সামনে জিলিপি রাখা হয়। এ বছরও তার অন্যথা হয়নি। 

3/6

Kishore Kumar: শৈশবের স্মৃতি

Kishore Kumar: Childhood Nostalgia

কিশোর কুমারের ছোটবেলা কাটে এই বাড়িতেই। চারিদিকে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিশোরের শৈশবের সেইসব স্মৃতি।   

4/6

Kishore Kumar: শেষ ইচ্ছা

Kishore Kumar: Last wish

কিশোর কুমারের অন্তিম ইচ্ছে ছিল যেন তাঁর পার্থিব শরীর খান্ডোয়াতেই দাহ করা হয়। তাঁর অন্তিম ইচ্ছা শুনেই বোঝা যায় খান্ডোয়ার প্রতি তাঁর নাড়ির টান।

5/6

Kishore Kumar: স্মৃতি রোমন্থন

Kishore Kumar: In memory

কিশোরকুমারের বাসভূমিতে দুকোটিরও বেশি টাকা ব্যয় করে তাঁর সমাধি ও স্মারক তৈরি করেছে মধ্যপ্রদেশ সরকার ও খান্ডোয়া নগরনিগম ।

6/6

Kishore Kumar: স্মরণে কিংবদন্তী শিল্পীা

Kishore Kumar: 'Kishore Award'

এই বাড়িতে কেটেছিল তাঁর শৈশব। কিশোর কুমারের স্মরণে তাঁর জন্মবার্ষিকীতে "কিশোর সম্মান" প্রদান করে মধ্যপ্রদেশ সরকার। অভিনয় ও গানের জগতের বিভিন্ন শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র ও আর্থিক পুরস্কার।