ATM| Bank News: নতুন বছরে কোন ব্যাঙ্কের এটিএমে একদিনে তোলা যাবে কত টাকা, জানুন নতুন নিয়ম
Dec 30, 2024, 18:00 PM IST
1/6
ডেবিট কার্ড
অনলাইন পেমেন্টের ব্যাপক চল হলেও এখনও ডেবিট কার্ডের ব্যবহার বহুল প্রচলিত। এটিএম থেকে টাকা তোলার জন্য বিভিন্ন ব্যাঙ্কে টাকা তোলার বিভিন্ন সীমা রয়েছে। নতুন বছর আসার আগে জেনে নিন কোন ব্যাঙ্কের এটিএম কার্ড দিয়ে কত টাকা তুলতে পারবেন।
2/6
এইচডিএফসি
এইচডিএফসি এনআরও ডেবিট কার্ড থাকলে দিনে এটিএম থেকে তোলা যাবে ২৫ হাজার টাকা। বিজনেস কার্ড থাকলে ৫০ হাজার টাকা ও টাইটেনিয়াম রয়্যাল কার্ড থাকলে দিনে তোলা যাবে ৭৫ হাজার টাকা।
photos
TRENDING NOW
3/6
এসবিআই
এসবিআই ডেবিট বা ক্লাসিক ডেবিট কার্ড থাকলে একদিনে ৪০ হাজার টাকা তুলতে পারবেন। এসবিআই ইন্টারন্যাশনাল কার্ড থাকলে দিনে ১ লাখ টাকা পর্যন্ত তোলা যাবে।
4/6
আইসিআইসিআই
আইসিআইসিআই ব্যাঙ্কের কোরাল ডেবিট কার্ড থাকলে দিনে তোলা যাবে ১ লাখ ৫০ হাজার টাকা। প্ল্যাটিনাম কার্ড থাকলে দিনে ১ লাখ টাকা তোলা যাবে। স্মা্ট শপার ডেবিট কার্ড থাকলে দিনে ৫০ হাজার টাকা তোলা যাবে।
5/6
কানাড়া ব্যাঙ্কের
কানাড়া ব্যাঙ্কের স্ট্যান্ডার্ড মাস্টার ডেবিট কার্ডে দিনে ৭৫ হাজার টাকা তোলা যাবে। প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকলে রোজ ১ লক্ষ টাকা তোলা যাবে।
6/6
অ্যক্সিস ব্যাঙ্ক
অ্যাক্সিস ব্যাঙ্কের পাওয়ার স্যালুট ডেবিট কার্ডে রোজ তোলা যাবে ৪০ হাজার টাকা। টাইটেনিয়াম প্রাইম ডেবিট কার্ডে রোজ ৫০ হাজার টাকা তোলা যাবে। ভ্যালু প্লাস ডেবিট কার্ড থাকলে দৈনিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন।