কোন ব্যাঙ্কের ডেবিট কার্ডে দৈনিক টাকা তোলার সীমা কত, জেনে নিন

Oct 06, 2018, 17:23 PM IST
1/6

s 6

s 6

অধিকাংশ ব্যাঙ্কেই এটিএম থেকে টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হয়েছে। এটি নির্ভর করে একাউন্টের ধরন ও কী ধরনের কার্ড ব্যবহার করছেন তার ওপরে। এইচডিএফসি ব্যাঙ্কের প্ল্যাটিনাম চিপ ডেবিট কার্ড দিয়ে দিনে ১ লাখ টাকাও তোলা সম্ভব। জেনে নিন কোন ব্যাঙ্কের এটিএম-এ টাকা তোলার লিমিট কত।

2/6

S 5

S 5

এসবিআই সম্প্রতি তার ক্ল্যাসিক কার্ডে দৈনিক টাকা তোলার সীমা ২০,০০০ করেছে। ৩১ অক্টোবর থেকে ওই নিয়ম কার্যকর করা হচ্ছে। এসবিআইয়ের প্ল্যাটিনাম কার্ড দিয়ে দৈনিক ১ লাখ টাকাও তোলা সম্ভব বলে জানাচ্ছে ব্যাঙ্কের পোর্টাল।

3/6

S 4

S 4

আইসিআইসিআই ব্যাঙ্কের প্ল্যাটিনাম আইডেন্টিটি চিপ ডেবিট কার্ড দিয়ে দৈনিক ১ লাখ টাকা তোলা যায়। ব্যাঙ্কের ভিসা সিগনেচার ডেবিট কার্ড দিয়ে দৈনিক দেড় লাখও তোলা সম্ভব।

4/6

S 3

S 3

এইচডিএফসি ব্যাঙ্কের প্ল্যাটিনাম চিপ ডেবিট কার্ড ব্যবহার করে দৈনিক ১ লাখ টাকাও তোলা যায় বলে জানাচ্ছে ব্যাঙ্কের ওয়েবসাইট।

5/6

S 2

S 2

অ্যাক্সিস ব্যাঙ্কের সাধারণ ডেবিট কার্ড দিয়ে দৈনিক ৪০,০০০ টাকা তোলা যায়। তবে ব্যহবার করতে হবে ব্যাঙ্কের রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ড। ব্যাঙ্কের ভিসা টাইটেনিয়াম প্রাইম প্লাস কার্ড দিয়ে তোলা যায় ৫০,০০০ টাকা।

6/6

s 1

s 1

পিএনবির প্ল্যাটিনাম ও রুপে ডেবিট কার্ড দিয়ে দৈনিক ৫০,০০০ টাকা তোলা যায়। ব্যাঙ্কের রুপে ডেবিট কার্ড দিয়ে তোলা যায় দৈনিক ২৫,০০০ টাকা।