টানা চেয়ারে বসে কাজ করেন! আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এইসব মারাত্মক বিপদ

Dec 06, 2018, 19:26 PM IST
1/6

s 6

s 6

যারা টানা বসে কাজ করেন তাদের একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয়। কাঁধে ব্যাথা থেকে শুরু হরে ঘাড়ে স্পন্ডিলোসিস বহুকিছুর কথাই শোনা যায়। জেনে নিন এমন কিছু সমস্যার কথা।

2/6

S 5

S 5

গবেষণা বলছে, যারা টানা রোজ ৬ ঘণ্টারও বেশি বসে কাজ করেন তাদের মধ্যে মানসিক উদ্বেগ বেড়ে যায়। রোজ যারা ৪ ঘণ্টা টানা বসে কাজ করেন তাদের মধ্যে এটা কম দেখা যায়।

3/6

S 4

S 4

টানা বসে যারা কাজ করেন তাদের অন্তত ৪৭ শতাংশ মানুষদের মধ্যে মানসিক অবসাদ লক্ষ্য করা যায়।

4/6

S 3

S 3

টানা বসে কাজ করার অভ্যেস থাকলে শরীরের মাংসপেশী দুর্বল হয়ে যায়। বছরের পর বছর এজিনিস চললে পেশীগুলি দৌড়ানো বা লাফানোর অনুপোযুক্ত হয়ে পড়ে।

5/6

S 2

S 2

বেড়ে যেতে পারে ডায়াবেটিসের প্রবণতা। একটি গবেষণায় দেখা যাচ্ছে দিন রোজ তিন ঘণ্টার বেশি মাংসপেশী নিষ্কৃীয় থাকলে তাতে আয়ু কমিয়ে দিতে পারে।

6/6

s 1

s 1

শারীরিক কাজকর্ম করলে দেহের হাড় অস্টিওপোরেসিসের হাত থেকে রক্ষা পায়। পাশাপাশি মাংসপেশীও শক্ত হয়। তা না হলে দুটো সম্ভাবনাই বেড়ে যায়।