করোনা পরিস্থিতিতে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার নয়া নিয়মকানুন জেনে নিন

Jun 11, 2020, 18:47 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : শনিবার থেকেই সর্বসাধারণের জন্য খুলে যাবে দক্ষিণেশ্বরের মন্দির। কিন্তু করোনা পরিস্থিতিতে মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে বলবৎ হচ্ছে বেশকিছু নতুন নিয়মকানুন। কী কী? চলুন জেনে নেওয়া যাক।

2/5

দক্ষিণশ্বর মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক কুশল চৌধুরী জানিয়েছেন, "দিনে দুবার মন্দির সর্ব সাধারণের পুজো দেওয়ার জন্য খুলবে। যাঁরা পুজো দিতে চান তাঁরা সকাল ৭টা থেকে ১০টা ও বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৬টার মধ্যে পুজো দিতে পারবেন।" 

3/5

"করোনা পরিস্থিতিতে মন্দিরে পুজো দিতে হবে ৬ থেকে ৮ ফুট দুরত্ব থেকে। কোনওরকম ফুল, সিঁদুর এবং চরণামৃত দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশমত প্রতিবার মাত্র ১০ জন করে দর্শনার্থী পুজো দিতে পারবেন।"

4/5

মন্দির চত্বরে কীভাবে সোশ্যাল দূরত্ব বজায় রাখা হবে, সরকারি নির্দেশিকা মেনে কীভাবে দক্ষিণশ্বরের মন্দির খোলা হবে, এদিন তা সরেজমিনে খতিয়ে দেখেন ব্যারাকপুর পুলিস কমিশনার মনোজ ভার্মা এবং কামারহাটি পুরসভার মুখ্য প্রশাসক গোপাল সাহা। 

5/5

সবকিছু খতিয়ে দেখার পর প্রশাসনের তরফে মন্দির খোলার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়।