Karnataka: সুরাপ্রেমীদের মাথায় বাজ! জুনের প্রথম সপ্তাহেই টানা বন্ধ মদের দোকান...

Liquor Banned in Karnataka for 5 Days in June: ভোট চলাকালীন মদ বিক্রি বন্ধ থাকে। এবারও রয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, নির্বাচন শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ।

Jun 01, 2024, 13:02 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরাবরই ভোট চলাকালীন রাজ্যগুলিতে মদ বিক্রি বন্ধ থাকে। এবারও রয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী, নির্বাচন শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে মদ বিক্রি নিষিদ্ধ। এটা মোটামুটি সকলেই জানেন। কিন্তু জানলে কী হয়? সুরারসিকদের তো মাথায় পড়ল বাজ! এই সময়ের মধ্যে মদ উৎপাদন, মদ বিক্রি, মদ নিয়ে যাওয়া বা মদ মজুত রাখা-- সবটাই নিষিদ্ধ।

 

1/6

সপ্তাহভর বন্ধ

ভোটের কারণে জুন মাসের প্রথম সপ্তাহেই ৬দিন বন্ধ থাকছে মদের দোকান। দেখতে গেলে প্রায় গোটা সপ্তাহটাই বন্ধ থাকছে মদের দোকান।

2/6

মদ না

লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ আজ, শনিবার, ১ জুন। স্বাভাবিকভাবেই যে রাজ্যগুলিতে ভোট, সেখানে বন্ধ মদের দোকান। 

3/6

ফলপ্রকাশেও বন্ধ মদ

কেন একটানা বন্ধ থাকছে মদের দোকান? আসলে শেষ দফার ভোট মিটতেই নির্বাচনের ফল প্রকাশ। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। সেদিনও বন্ধ থাকছে মদের দোকান।

4/6

কর্নাটকে

তবে দেশ জুড়েই এটা হচ্ছে না। টানা ৬ দিন মদের দোকান বন্ধ থাকছে কর্নাটকে। 

5/6

টানা ৬ দিন

সেখানে টানা ৬ দিন বন্ধ মদের দোকান। আজ, ১ জুন থেকে আগামী ৪ জুন পর্যন্ত বন্ধ। এর পরদিন কর্নাটক বিধান পরিষদ নির্বাচন। সেই কারণে কর্ণাটকে বন্ধ থাকবে মদের দোকান। বন্ধ থাকেব তার পরের দিন ৬ জুনেও। কারণ, সেদিন ওখানে ভোটগণনা।

6/6

সম্পূর্ণ সুরামুক্ত

শুধুমাত্র মদের দোকানই নয়, ওয়াইন শপ, বার, হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য প্রাইভেট জায়গাতেও মদ বিক্রি এই সময়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ।