Happy Birthday Koel Mallick: জন্মদিনে ছেলে কবীরের সঙ্গে মধ্যাহ্নভোজে কোয়েল, পরিবারের সঙ্গেই উদযাপন

| Apr 28, 2022, 16:52 PM IST
1/7

শুভ জন্মদিন

Birthday Celebration of Koel Mallick 1

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ৪০-এ পা দিলেন কোয়েল মল্লিক। নায়িকার জন্মদিন বলে কথা! জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।   

2/7

শুভ জন্মদিন

Birthday Celebration of Koel Mallick 2

আজ কোনও কাজ রাখেননি কোয়েল। সারাদিন পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনা নায়িকার।   

3/7

শুভ জন্মদিন

Birthday Celebration of Koel Mallick 3

তবে জন্মদিনে স্পেশাল ছিল মধ্যাহ্নভোজ। ছেলে কবীর ও বাবা-মার সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন টলি কুইন। ডায়েট ভুলে আজ পছন্দের খাবার খাওয়ার দিন।   

4/7

শুভ জন্মদিন

Birthday Celebration of Koel Mallick 4

২০০৩ সালে নাটের গুরু ছবি দিয়ে সিনেমার জগতে পা রাখেন কোয়েল মল্লিক। ২০২১ সালে শেষ বনি ছবিতে পরমব্রত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে দেখা যায় তাঁকে।   

5/7

শুভ জন্মদিন

Birthday Celebration of Koel Mallick 5

বনির পর এখনও অবধি কোনও ছবির ঘোষণা করেননি কোয়েল মল্লিক। তাঁকে পর্দায় দেখতে অধীর অপেক্ষায় দিন গুনছে দর্শক।   

6/7

শুভ জন্মদিন

Birthday Celebration of Koel Mallick 6

কোয়েলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ লিখেছেন,'সুন্দর ও প্রতিভাশালী কোয়েলকে জন্মদিনের শুভেচ্ছা। ভগবান তোমার মঙ্গল করুক।'অন্যদিকে ঋতুপর্ণা লেখেন,'শুভ জন্মদিনের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা'  

7/7

শুভ জন্মদিন

Birthday Celebration of Koel Mallick 7

কোয়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভ জন্মদিন জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।