মহাসপ্তমীতে ছিমছাম সাজেই দেখা গেল অভিনেত্রী কোয়েল মল্লিককে

Oct 23, 2020, 17:05 PM IST
1/5

মহাসপ্তমীতে ছিমছাম সাজেই দেখা গেল অভিনেত্রী কোয়েল মল্লিককে।    ছবি : ফেসবুক

2/5

লাল চওড়া পাড়, হালকা সবুজ রঙের শাড়িতে সাজলেন কোয়েল। সঙ্গে সোনালী রঙের  ডিজাইনার ব্লাউজ। হাতে সোনার বালা, 'নো মেকআপ' লুকে দেখা গেল কোয়েলকে।   ছবি : ফেসবুক

3/5

দুর্গাপুজো উপলক্ষে অনুরাগীদের শারদীয়া শুভেচ্ছা জানাতেও ভোলেননি অভিনেত্রী কোয়েল মল্লিক।   ছবি : ফেসবুক

4/5

এদিকে এবার মল্লিক বাড়িতে দুর্গাপুজো হলেও কোনও আড়ম্বর, লোকসমারোহ থাকছে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন কোয়েল মল্লিক।   ছবি : ফেসবুক

5/5

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel) on

ইনস্টাগ্রামে কোয়েল মল্লিক জানিয়েছিলেন, এবছর মল্লিক বাড়ির পুজোয় বাইরে থেকে আসা অতিথি, সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশ নিষেধ, এবছরটা নিরাপত্তার খাতিরে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতেই পুজো হবে।   ছবি : ফেসবুক