লকডাউনের দিনগুলিতে কার্যত শূন্যপুরী কলকাতা, দেখুন ছবিতে

Mar 30, 2020, 22:14 PM IST
1/5

অর্ণবাংশু নিয়োগী: রাজ্য জুড়ে চলছে লকডাউন, রাজ্যে ১৫ এপ্রিল পর্যন্ত থাকবে লকডাউন। তবে চালু থাকবে জরুরি পরিষেবা। ওষুধ ও অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে যাতে কোনও সমস্যা না হয়। প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

2/5

লকডাউনে গোটা দেশের সঙ্গে থমকেছে রাজ্যের জনজীবন। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন বহু মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। এগিয়ে এসেছেন সাধারণ মানুষও। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েছে অনেকেই। 

3/5

লকডাউনে রাজ্য তথা গোটা দেশ। বাড়ছে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে গোটা দেশে আক্রান্ত ১০৭১ জন। এরমধ্যে ২৯জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা সব চাইতে বেশি কেরলে।

4/5

স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলেছে কেরলে ১৯৪ই জন কোভিন নাইন্টিনে আক্রান্ত। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্য ১৯৩। সংক্রমণ ঠেকাতে সব  রাজ্যের সীমানা বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

5/5

অন্যদিকে গোটা দেশে লকডাউনের সময়মীমা বাড়তে পারে, এমন  জল্পনা  উড়িয়ে দিয়েছে কেন্দ্র।  এমন কোনও পরিকল্পনাই নেই কেন্দ্রের। ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা ANI। দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি সামালে লকডাউন আরও বাড়তে পারে বলে প্রচার হচ্ছিল বিভিন্ন মাধ্যমে। তবে সে খবর ভিত্তিহীন বলেই জানাল কেন্দ্র।