ইলিশ, চিংড়ি, কাতলার ছড়াছড়ি। তিনদিন মাছের উত্সব চলবে নলবনের ফুড পার্কে। আজ থেকে শুরু। মাছপ্রেমী বাঙালির কাছে এর থেকে বড় সুযোগ আর কী হতে পারে!
2/5
নলবনে মাছ উত্সব
বেঙ্গল ফিস ফেস্ট ২০২০ পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ। যেখানে সস্তায় মাছের একাধিক সুস্বাদু পদ চেখে দেখার সুযোগ পাবেন ভোজনরসিকরা।
photos
TRENDING NOW
3/5
নলবনে মাছ উত্সব
খাবারের সঙ্গে থাকবে গান-বাজনা উপভোগ করার সুযোগ। উষা উত্থুপ, রূপম ইসলাম, স্বপন বসু, লোপামুদ্রারা থাকবেন।
4/5
নলবনে মাছ উত্সব
মাছ চাষের ব্যাপারেও অভিজ্ঞদের থেকে পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে। থাকবেন বহু স্বনামধন্য বিশেষজ্ঞ।
5/5
নলবনে মাছ উত্সব
মাত্র তিনদিন চলবে এমন মহোত্সব। ১০, ১১ ও ১২ জানুয়ারি। তাই দেরি না করে একবার চলে আসতেই পারেন নলবন ফুড পার্কে। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিসহ একাধিক আধিকারিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।