আর মিস হবে না ভবতারিণীর সন্ধ্যারতি, পুজোর আগেই মেট্রোয় জুড়ছে দক্ষিণেশ্বর

Mar 06, 2020, 23:00 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: শীঘ্রই মেট্রোয় জুড়তে চলেছে দক্ষিণেশ্বর। সব ঠিকঠাক এগোলে পুজোর আগেই নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পৌছনো যাবে মেট্রোরেলে। 

2/7

বিকেল সাড়ে চারটেয় চায়ে চুমুক দিতে দিতে ভাবলেন, দক্ষিণেশ্বরে সন্ধ্যারতি দেখবেন। সন্ধে ৬টায় নাটমন্দিরের চাতালে সামনের সারিতে আপনি বসে। পঞ্চপ্রদীপের আলোয় তখন ঝলমল করছে ভবতারিণীর মুখ। 

3/7

খুব বেশি হলে ১ ঘণ্টা। নিউ গড়িয়া থেকে পৌছে যাবেন দক্ষিণেশ্বর। সৌজন্যে মেট্রোরেল। 

4/7

কবি সুভাষ থেকে নোয়াপাড়া। এখনও পর্যন্ত এটাই মেট্রোর রুট। নোয়াপাড়ার পর যুক্ত হয়েছে আরও দুটি স্টেশন। বরানগর আর দক্ষিণেশ্বর। রেলপথ ও স্টেশন তৈরির কাজ শেষ। 

5/7

রেলস্টেশন আর মেট্রোস্টেশন, একেবারে পাশাপাশি। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। তার ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে গড়ে উঠেছে মেট্রোস্টেশন। 

6/7

বয়স্ক মানুষ থেকে বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন, তীর্থের টানে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও দক্ষিণেশ্বর যান অনেকে। তাঁদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।   

7/7