কলকাতার পুলিস কমিশনারের পদ থেকে সরানো হতে পারে রাজীব কুমারকে

Feb 14, 2019, 16:07 PM IST
1/7

শিলংয়ে ৩৬ ঘণ্টা সিবিআই জেরার পর বুধবার শহরে ফিরেছেন কলকাতার পুলিস কমিশনার। সূত্রের খবর, ২০ ফেব্রুয়ারির আগে বদলি হতে পারেন রাজীব কুমার।

2/7

সূত্রের খবর, নির্বাচন কমিশনের একটি নির্দেশিকার জেরে রাজীবকে সরানো ছাড়া আর কোনও পথ নেই।

3/7

গত ১৬ জানুয়ারি নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় সরাসরিভাবে জড়িত প্রত্যেক আধিকারিকের বদলি বাধ্যতামূলক। পরে তা ২০ ফেব্রুয়ারি করা হয়। 

4/7

নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছর ৩১ মে পর্যন্ত কোনও অফিসার একই পদে তিন বছর পূর্ণ করলেও তাঁকে বদলি করতে হবে।

5/7

এর আগে ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে কলকাতা পুলিস কমিশনারের পদ থেকে সরানো হয়েছিল রাজীব কুমারকে। ২১ মে দায়িত্ব ফিরে পান তিনি। ফলে চলতি বছরের মে মাসেই নগরপালের পদে ৩ বছর পূর্ণ করতে চলেছেন রাজীব। 

6/7

রাজীবের পরিবর্তে নতুন পুলিশ কমিশনার হিসাবে কারও নাম এখনও ঠিক করা হয়নি। 

7/7

২০১৭ সালের ৩১ মে পর্যন্ত কোনও নির্বাচন বা উপনির্বাচনে ডেপুটি নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার ও অ্যাসিসট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছেন, তাঁদেরও বদলি করা হবে। পুলিস ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।